সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
জাতীয় সংসদের সংসদ সদস্য (সিলেট-২) ইয়াহইয়া চৌধুরী বলেছেন, প্রবাসীরা সর্বদা দেশের গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করছেন। প্রবাসীদের সহযোগিতায় দেশের হতদরিদ্র মানুষের পরিবার চলছে। তিনি আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল মুনিম’র উদ্যোগে ও আল-খায়ের ইসলামী যুব সংঘের সার্বিক সহযোগিতায় দরিদ্র পরিবারের ছেলেদের ফ্রি খতনা ক্যাম্প’র আয়োজন করায় ধন্যবাদ জ্ঞানপ করেন।
তিনি শনিবার (২৩ জুলাই) সিলেটের ওসমানীনগর উপজেলা দয়ামীর ইউনিয়নের চিন্তামনী বাজারস্থ আল-খায়ের ইসলামী যুব সংঘের কার্যালয়ে আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল মুনিম’র উদ্যোগে ও আল-খায়ের ইসলামী যুব সংঘের সার্বিক সহযোগিতায় দরিদ্র পরিবারের ছেলেদের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাওলানা মোহাম্মদ আব্দুল মুনিম’র সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক দেলোয়ার আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট ডায়বেটিক হাসপাতালের কনসালটেন্ট সনোলজিষ্ট ডা. মোহাম্মদ আব্দুল হাফিজ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের বিশেষজ্ঞ শিশু সার্জন ডা. মো: আফছার উদ্দিন, বিশিষ্ট কমিনিউটি নেতা যুক্তরাজ্য প্রবাসী ও আল-খায়ের ইসলামী যুব সংঘের পৃষ্ঠপোষক মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল-খায়ের ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা ফয়ছল আহমদ, আল-খায়ের ইসলামী যুব সংঘের সহ-সভাপতি সাকিব-উজ-জামান, আল-খায়ের ইসলামী যুব সংঘের আজীবন সদস্য লুৎফুর রহমান, উপদেষ্ঠা হাজী শাহজাহান মিয়া।
আরো উপস্থিত ছিলেন, জামাল আহমদ চৌধুরী, হাফিজ লালা মিয়া, মাওলানা বদর উদ্দিন, শামসুল আলম খান, ইরণ মিয়া, আল-খায়ের ইসলামী যুব সংঘের আজীবন সদস্য আব্দুল হাদী মুক্তা, সিরাজ উদ্দিন প্রমুখ।
খতনা প্রায় হতদরিদ্র পরিবারের ৩০জন ছেলেকে ফ্রি খতনা প্রদান করা হয়। চিন্তামনী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫ম শ্রের্ণী থেকে ৮ম শ্রেণী উক্তীর্ণ করার জন্য আল-খায়ের ইসলামী যুব সংঘের অনুরোধে সুপারিশ নামায় স্বাক্ষর করেন সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd