৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬
ডেস্ক রিপোট : সিলেট সফরে আসা হল না কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী নেতা আনোয়ারুজ্জান চৌধুরীর। সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মূীদের তোপের মূখে তিনি বাতিল করলেন তার সিলেট সফর। অথচ গতকাল বৃহস্পতিবার (২২ডিসেম্বর) তার সিলেট সফরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। ওসমানী বিমানবন্দরে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ। তার আগমন প্রতিহত করতে বৃহস্পতিবার সকালে নেতাকমীদের সমাবেশ ঘটেছিল সিলেট ওসমানী বিমানবন্দরে।
সূত্রে প্রকাশ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেক হাসিনার অতি আস্থাভাজন ছিলেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন সানু মিয়া অতিসম্প্রতি তিনি এন্তেকাল করেন। প্রয়াত এই নেতার স্মরনে সোমবার (১৯ডিসেম্বর) লন্ডনে এক নাগরিক শোকসভার আযোজন করা হয়। এতে প্রধান অতিথি করা হয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক পংকজ নাথ এমপিকে। অভিযোগে প্রকাশ,যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আখতার হোসেন সানু মিয়ার নাগরিক শোকসভায় যাতে সফল না হয় সে জন্য নানা প্রতিবন্ধকতা ও গোলযোগ সৃষ্টি করেন কেন্দ্রীয়আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। এমনকি আখতার হোসেন সানু মিয়া আওয়ামী লীগৈর কেউই ছিলেন না বলে প্রচার চালাতে তাকেন তিনি।
এ খবর সিলেটে পৌছে গেলে আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি চরমভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন এ অঞ্চলের স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। তারা সানু মিয়ার নাগরিক শোকসভায প্রতিবন্ধকতা, অপপ্রচার ও গোলযোগ সৃষ্টিকারী আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেট আগমন প্রতিহত করতে মরিয়া হয়ে ওঠেন। গতকাল বৃহস্পতিবার ছিল প্রবাসী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেট আগমন। তার এ সফর নিয়ে বুধবার বিকেল থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে শুরু হয়ে যায় কানাঘুষা। তারা প্রস্তুতি নেন তার সিরেট আগমন প্রতিহত করার। এ লক্ষ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জমায়েত হয়ে অবস্থান নেন। পাশপাশি আগন্তুক নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর নিরপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয় বিমানবন্দরে। প্রতিকুল পরিস্থিতির খবর পেয়ে এর আগে রাতেই আনোয়ারুজ্জামান চৌধুরী তাৎক্ষনিক তার সিলেট সফর বাতিল করে দেন।
সিলেটস্থ আওয়ামী লীগ, স্বেচ্চাসেবক লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা দলীয় স্বার্থে এবিষয়ে মূখ না খোললেও দলীয় নির্ভরযোগ্য সূত্র থেকে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
সূত্র: এফবি সংবাদ (খলিলুর রহমান)
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D