প্রায়ত সাংবাদিক ফতেহ ওসমানীর মাতা আমেনা খাতুন আর নেই! শোক

প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৬

প্রায়ত সাংবাদিক ফতেহ ওসমানীর  মাতা আমেনা খাতুন আর নেই! শোক

osmani picদৈনিক কাজিরবাজার পত্রিকার পেষ্টার আল ফরহাদ মতিন ও প্রয়াত সিনিয়র সাংবাদিক ফতেহ ওসমানীর মাতা আমেনা খাতুন আর নেই (ইন্না………রাউজন)। তিনি গত শনিবার (২৮ মে/২০১৬ইং) ভোররাত ৫ টা ২০ মিনিটে সিলেট নগরীর চৌকিদেখী রংধনু ১৩৩/৩ নম্বর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি বাধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার বাদ আসর চৌকিদেখী জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয় এবং পরে সৈয়দ শাহ নাসির উদ্দিন মাজার সংলগ্ন পঞ্চায়েত কবরস্থানে তিনির স্বামী মরহুম মুজ্জাফর আলী ও ছেলে সাংবাদিক ফতেহ ওসমানীর কবরের পাশে আমেনা খাতুনের দাফন সম্পূন্ন করা হয়। তার ৪ ছেলে ও ২ মেয়ের  মধ্যে মরহুমার মৃত্যুর আগে এক ছেলে সাংবাদিক ফতেহ ওসমানী দুস্কৃতির হাতে নিহত হন। কাল সোমবার মরহুমার নিজ বাসভবনে কোরআন খতম ও বাদ জোহর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

ফতেহ ওসমানীর মাতার মৃত্যুতে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার শোক
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ও বর্তমান সংস্থার উপদেষ্টা আল ফারহাদ মতিন ও প্রয়াত সাংবাদিক ফতেহ ওসমানীর মাতা চৌকিদেখীস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন) তার মৃত্যুতে চৌকিদেখি পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা কবি আব্দুল বাসিত, জামান আহমেদ, মিজানুর রশিদ খান মাসুদ, মো. হিয়াহিয়া আহমেদ, সভাপতি মো. রুহুল আমিন (লাভলু), সহ-সিনিয়ির সভাপতি শামীম আহমেদ (সানী), সাধারন সম্পাদক সেলিনা শফিউর রহমান, সহ-সাধারন সম্পাদক ইঞ্জাবুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল