সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৬
অনুমতি বাতিল করায় রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় সাংবাদিকদের ইফতার মাহফিলের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এখন এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
(ফাইল ছবি)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএফইউজে মহাসচিব এম আব্দুল্লাহ ও ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেছেন।
প্রেসক্লাবে বরাদ্দ বাতিলের নিন্দা
বিএনপি চেয়ারপারসনের ইফতার মাহফিলের জন্য জাতীয় প্রেসক্লাবের হল বরাদ্দ শেষ মুহূর্তে বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নেতৃবৃন্দ।এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, কয়েক যুগ ধরে প্রচলিত রীতি ও ঐতিহ্য অনুযায়ী বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিল জাতীয় প্রেসক্লাবে হয়ে থাকে।তারা বলেন, ইফতার মাহফিলে দুই প্রধান দলের দুই নেত্রী প্রধান অতিথি হয়ে আসেন এবং সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করে থাকেন। কিন্তু জাতীয় প্রেসক্লাবের স্বঘোষিত কমিটির কর্তারা বেগম খালেদা জিয়ার অংশগ্রহণে বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিল অনুষ্ঠান বাধাগ্রস্ত করে চরম অন্যায় ও অগণতান্ত্রিক আচরণ এবং ধৃষ্টতার পরিচয় দিয়েছে।তারা আরো বলেন, যথাসময়ে যথাযথ প্রক্রিয়া বুকিং দেয়ার পরও এক দিন আগে ইফতার মাহফিলের জন্য নির্মিত প্যান্ডেল পুলিশ ও বহিরাগত ক্যাডারদের উপস্থিতিতে ডেকোরেটরের ওপর চাপ প্রয়োগ করে শুক্রবার রাতে ভেঙ্গে ফেলা হয়েছে। শুধু তাই নয়, শুক্রবার রাতে ইফতার মাহফিলের প্রস্তুতিমূলক কাজ করার সময় জাতীয় প্রেসক্লাবে অবস্থিত সাংবাদিক ইউনিয়নের অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার মত নিম্নস্তরের নোংরামি করতেও তাদের রুচিতে বাঁধেনি।বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও একটি বৃহৎ রাজনৈতিক দলের নেত্রীকে প্রেসক্লাবে আসতে বাধা দিয়ে অনির্বাচিত দখলদার কমিটি নিজেদের কুৎসিৎ চেহারা সাংবাদিক সমাজসহ গোটা জাতির কাছে নগ্নভাবে প্রকাশ করেছে। শুধু তাই নয় জাতীয় প্রেসক্লাবের গণতান্ত্রিক ঐতিহ্যকেও তারা ভ’লুন্ঠিত করেছে।এ ধরণের হঠকারি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে বিরত থাকার জন্য আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, তা না হলে দেশের গণতন্ত্রমনা সাংবাদিক সমাজ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd