প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্র‌তি‌বেদক: জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনের ভেতরে বসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।

বুধবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে আলোচনা সভা চলছিল। এ সময় বসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন এবং তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হন। এ সময় মিলনায়তনটির বিভিন্ন অংশের কাঁচ ও চেয়ার ভাঙ্গচুর করা হয়

খোঁজ নিয়ে জানা যায় স্বেচ্ছাসেবক দল শাহাবাগ থানার সাবেক সভাপতি বিল্লাল হোসেন ও বর্তমান সভাপতি ইকবাল হোসেন এই দু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।এতে আহত ব্যক্তিরা বিল্লাল গ্রুপের লোকজন।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল বলেন,আমাদের দলের মধ্যে সরকারের এজেন্ট ঢুকে পড়ায় এ সংঘর্ষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল