২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬
ফুলবাড়ীয়া মহাবিদ্যালয় সরকারিকরণের আন্দোলনের ৪০তম দিন বৃহস্পতিবার বিকাল থেকে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীরা উপজেলা সদরের আখালিয়া হেলথ সেন্টার লিঃ ৩০-৩৫টি মোটর সাইকেল, ৫-৬টি ট্রাক, প্রাইভেটকার ভাঙচুর করেছে। একই দিন উপজেলা সদরের ভালুকজানের আখালিয়া নদীর উপর নব নির্মিত ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোসলেম উদ্দিন এডভোকেটের। বিকাল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা এমপির সভার মঞ্চ ও ব্রিজের নামফলক ভেঙে ফেলে। কলেজের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে ৫ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। দুই পাশে সৃষ্টি হয় যানজটের। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। অবরোধ তুলে নেয়ার চেষ্টা করে চেষ্টা পুলিশ ব্যর্থ হয়। পুুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা উপজেলা সদরে তা-ব চালায়। এমপি ও বিক্ষোভকারীরা উপজেলা সদরে অবস্থান নেয়ায় থমথমে অবস্থা রিবাজ করছে। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজন গ্রেপ্তারের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D