ফেঞ্চুগঞ্জে পুলিশ প্রশাসনের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী পথসভা

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

ফেঞ্চুগঞ্জে পুলিশ প্রশাসনের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী পথসভা

13936957_1278515182168013_1506010472_nএস কে এইচ সাহান: ফেঞ্চুগজ্ঞ উপজেলা পুলিশ স্টেশন এর অফিসার ইনচার্জ আব্দুস ছালেহ এর সভাপতিত্বে ও এস.আই সমিরন দাস এর পরিচালনায় আজ সন্ধ্যায় ফেঞ্চুগজ্ঞ থানা রোড এ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী পথসভা অনুষ্টিত হয়।

পথসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা দক্ষিন এর অতিরিক্ত পুলিশ সুপার সুমন আহমদ।

পথ সভায় বক্তারা বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধুমাত্র আমাদের সমস্যা নয় এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা মোকাবিলা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশের সাথে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে। বক্তারা স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র (সিলেট-০৩) সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ডের প্রসংসা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, আওয়ামীলীগ নেতা হাজী খছরু মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্ববায়ক মাসার আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্ববায়ক জালাল আহমদ, উওর কুশিয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেকুল আহমদ, ছাত্রলীগ নেতা শিমুল আহমদ রাজ, ফেঞ্চুগজ্ঞ বাজারের ব্যাবসায়ীবৃন্দ, ফেঞ্চুগজ্ঞ পুলিশ স্টেশন এর কর্মকর্তাবৃন্দ ও সাধারণ জনগন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল