সিলেট ২৩শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পশ্চিম বাজার থেকে মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার রোড পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেবনাথ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ, উপজেলা যুবলীগের সদস্য সেলিম আহমদ জুবেল, সৈয়দ বাচ্চু, যুবরাজ হোসেন, আব্দুল হামিদ, রনি আহমদ, রানা আহমদ ছুরুক, সাহেদ আহমদ প্রমুখ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জালাল আহমদ।
ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম, মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি এজে সানি, সাধারণ সম্পাদক শেখ জুমাদ, ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনেল আহমদ, সাধারণ সম্পাদক মোস্তফা মারুফ রাজু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমাছ আহমেদ ও সাধারণ সম্পাদক তাহসান আহমদ প্রমুখ।
আব্দুল আউয়াল কয়েছ বক্তব্যে বলেন, বাংলাদেশে পাকিস্তানি দোসরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পারিজিত শক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে।
মাসার আহমদ শাহ্ বলেন, ‘পৃথিবীর সব মুসলিম দেশগুলোতেই ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত-শিবির ও হেফেজত ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।’
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd