সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০
দক্ষিণ সুরমা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা গতকাল (১৬ ডিসেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, সহকারী কমিশনার ভূমি মৌসুমী মান্নান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোঃ সাফায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, মীর সাখাওয়াত হোসেন তরু, সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, কৃষি কর্মকর্তা সুব্রত কর, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেবনাথ,আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিছলু প্রমুখ। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে নব নির্মিত বঙ্গবন্ধুর মুর্যাল উদ্বোধন করেন। ফেঞ্চুগঞ্জে কাইয়্যার গুদাম প্রাঙ্গণে বদ্ধভূমিতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে উদ্বোধন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd