১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬
ছাত্রদের কল্যাণে সিলেটের বিভিন্ন কলেজে অধ্যয়নরত ফেঞ্চুগঞ্জের শিক্ষার্থীদের নিয়ে, ফেঞ্চুগঞ্জ’র ছাত্র সমাজকে সুসংগঠিত করার লক্ষ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্যানেল স্পীকার ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে ফেঞ্চুগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত।
সিলেট এম সি কলেজের দুই জন শিক্ষার্থী শেখ কামরুল হাসান সাহানকে সভাপতি ও মঈন উদ্দিন জালালীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
পরিষদের উপদেষ্টা হিসেবে রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান ছুটু, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
১. সভাপতি : শেখ কামরুল হাসান সাহান (এমসি কলেজ, সিলেট ), ২. সহ-সভাপতি : জালাল আহমদ ( এমসি কলেজ, সিলেট), ৩. সহ-সভাপতি : শাহ্ ফাহিম আহমদ( এমসি কলেজ, সিলেট )
৪. সহ-সভাপতি : শেখ মুমিনুল হাসান ( ল’ কলেজ, সিলেট )
৫. সহ-সভাপতি : দীপংকর দীপু ( সরকারি কলেজ, সিলেট)
৬. সাধারণ সম্পাদক : মঈন উদ্দিন জালালী ( এমসি কলেজ, সিলেট )
৭. যুগ্ম-সাধারণ সম্পাদক : মাহাদুল হক ( নর্থ ইস্ট ইউনিভার্সিটি)
৮. যুগ্ম-সাধারণ সম্পাদক : মোঃ ফয়েজুল হাসান ফারহান ( এমসি কলেজ, সিলেট)
৯. যুগ্ম-সাধারণ সম্পাদক : জাহান ইবনে রহমান (এম এ জি ওসমানী মেডিকেল কলেজ)
১০. সাংগঠনিক সম্পাদক : শিহাব উদ্দিন আহমদ ( মদন মোহন কলেজ)
১১. অর্থ সম্পাদক :সাইফুর রহমান ( নর্থ ইস্ট ইউনিভার্সিটি)
১২. সহ-অর্থ সম্পাদক : শিমুল চন্দ্র দেবনাথ ( মদন মোহন কলেজ)
১৩. আইন বিষয়ক সম্পাদক : জাহিদ হোসাইন রনি ( মদন মোহন কলেজ)
১৪. উপ আইন বিষয়ক সম্পাদক : উবায়দুল্লাহ সাঈদ ( শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
১৫. বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক : মনিরুল ইসলাম ( শাহজালাল সিটি কলেজ)
১৬.ছাত্র উন্নয়ন বিষয়ক সম্পাদক : আহসান উদ্দিন ( লিডিং ইউনিভার্সিটি)
১৭. সহ ছাত্র উন্নয়ন বিষয়ক সম্পাদক : দেবপ্রিয় দেব ( মেট্রোপলিটন ইউনিভার্সিটি)
১৮. ছাত্রী উন্নয়ন বিষয়ক সম্পাদিকা : মাহবুবা বিনতে জেসি ( সরকারি মহিলা কলেজ)
১৯. শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক : আবিদুজ্জামান রাহাদ ( সরকারি কলেজ, সিলেট)
২০. পরিবেশ বিষয়ক সম্পাদক : বদরুল আহমেদ শাকিল ( মদন মোহন কলেজ)
২১. দপ্তর সম্পাদক : নাঈম খান ( পার্কভিউ মেডিকেল কলেজ)
২২. প্রচার সম্পাদক : খন্দকার মোতাহের হোসেন ( মেট্রোপলিটন ইউনিভার্সিটি)
২৩. মানবসম্পদ বিষয়ক সম্পাদক : মাহদী হাসান ( শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
২৪. সমাজসেবা বিষয়ক সম্পাদক : শামসুজ্জামান মিরাজ ( শাহজালাল সিটি কলেজ)
২৫. ক্রীড়া বিষয়ক সম্পাদক : সেজান আহমেদ রবিন (মদন মোহন কলেজ)
২৬. সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : নাসরু চৌধুরী ( নর্থ ইস্ট ইউনিভার্সিটি)
২৭. তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : আসাদুজ্জামান সিফাত ( এম এ টি এস)
২৮. পাঠাগার বিষয়ক সম্পাদক : মৃন্ময় চক্রবর্তী ( এমসি কলেজ)
২৯. ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক : আফতাব উদ্দিন চৌধুরী ( নর্থ ইস্ট মেডিকেল কলেজ)
৩০. উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক : মাজেদুল ইসলাম ( এমসি কলেজ, সিলেট)
৩১. ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক : সাদমান সাকিব ( মেট্রোপলিটন ইউনিভার্সিটি)
কার্যকরী পরিষদ সদস্য :
৩২. নুসরাত আঞ্জুম ইসলাম ( এমসি কলেজ) ৩৩. কয়েস আহমেদ ( মদন মোহন কলেজ), ৩৪. সুমন আহমদ ( এমসি কলেজ), ৩৫. রাসেল আহমদ ( এমসি কলেজ), ৩৬. তানিম আহমদ ( এমসি কলেজ), ৩৭. বিজন দাস ( মদন মোহন কলেজ) ৩৮. ইমদাদ হোসাইন মিলন ( নর্থ ইস্ট ইউনিভার্সিটি), ৩৯. শোয়েব আহমদ ( মদন মোহন কলেজ), ৪০. জায়েদ আহমদ ( এমসি কলেজ), ৪১. লায়েক আহমদ ( এমসি কলেজ), ৪২. আসরার ইউনুস ( এমসি কলেজ) ৪৩. শাহরিয়ার সিদ্দীকি ( এমসি কলেজ), ৪৪. রায়হান উদ্দিন ( এমসি কলেজ), ৪৫. ইজাজ আহমেদ ( মদন মোহন কলেজ), ৪৬. তাহমিদ চৌধুরী ( মদন মোহন কলেজ), ৪৭. মোমিনুল ইসলাম ( মদন মোহন কলেজ), ৪৮. মনিরুল ইসলাম ( মদন মোহন কলেজ), ৪৯. এহসানুল হক ( মদন মোহন কলেজ), ৫০. ফাইয়াজ বিন নূর ফাহিম ( সিলেট কমার্স কলেজ), ৫১. অনিক দত্ত ( সিলেট কমার্স কলেজ), ৫২. ফরহাদ ইসলাম চৌধুরী ( সিলেট কমার্স কলেজ), ৫৩. কামরুল ইসলাম ( মদন মোহন কলেজ), ৫৪. ইয়াহ্হিয়া আহমেদ সাগর ( শাহজালাল সিটি কলেজ), ৫৫. সাইফুল ইসলাম ( মদন মোহন কলেজ), ৫৬. কামরান হোসেন ( মদন মোহন কলেজ), ৫৭. সাঈদুর রহমান খান ( মদন মোহন কলেজ), ৫৮. মো: সাব্বির হোসেন ( এমসি কলেজ), ৫৯. জায়েদ আহমদ (এমসি কলেজ), ৬০. তানভীর আহমদ (এমসি কলেজ), ৬১. সুমন আহমদ (মদন মোহান কলেজ)।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D