সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
যুগান্তর ডেস্ক ;
হংকংয়ে সরকার বিরোধী চলা দীর্ঘকালীন বিক্ষোভে নানা ঘটনার জন্ম দিচ্ছে। বিক্ষোভ দমনে পুলিশের বিভিন্ন পদক্ষেপ নিয়েও সমালোচনা চলছে।
সোমবার (১১ নভেম্বর) দেশটির পূর্বের সাঁ ওয়ান হো শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সাঁ ওয়ান হো শহরে যখন বিক্ষোভ চলছিল তখন ফেসবুক লাইভে ছিলেন বিক্ষোভকারীদের অনেকেই। লাইভে দেখা গেছে, বন্দুক দেখিয়ে পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের আটক করতে চেষ্টা চালাচ্ছে।
এ সময় এক পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের গুলি করবেন বলে উদ্ধত হন। বিষয়েটি দেখে মুখোশ পরিহিত এক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে এসে প্রতিবাদ করেন। একইসময় আরেক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে আসলে তার বুকে গুলি চালায় ওই পুলিশ সদস্য। আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মুখোশধারী বিক্ষোভকারী।
ফেসবুক লাইভ চলতে থাকায় পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়া দেখে নেটিজেনরা।
আলজাজিরা জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই বিক্ষোভকারীকে হাসপাতালে দ্রুত নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, চীনের প্রস্তাবিত নতুন আইন নিয়ে অনেকদিন ধরেই বিক্ষোভ করে আসছে হংকংয়ের বাসিন্দারা। তারই ধারাবাহিকতায় সোমবার বিক্ষোভকারীরা সাধারণ ধর্মঘটের ডাক দিলে পরিস্থিতি আরো বেপরোয়া হয়ে ওঠে।
এদিন বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখতে দেখা গেছে বিক্ষোভকারীদের। এতে বেশ কয়েকটি স্থানে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
১১/১১/২০১৯
৩৬৩
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd