বক্তৃতা দিতে না দেওয়ায় শোক দিবসের অনুষ্ঠান বয়কট

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

বক্তৃতা দিতে না দেওয়ায় শোক দিবসের অনুষ্ঠান বয়কট

z2আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মেহেরপুর আওয়ামী লীগের একাংশ জাতীয় শোক দিবসের অনুষ্ঠান বয়কট করেছে।   মেহেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুলকে অনুষ্ঠানে বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা খাতুন, সম্পাদিকা লাভলি ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল অনুষ্ঠান বয়কট করেন। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বলেন, জেলা প্রশাসনের অনুষ্ঠানটি ছিল বিশৃঙ্খলাপূর্ণ। জাতীর জনকের শাহাদত বার্ষিকীর আনুষ্ঠানে প্রশাসন সুকৌশলে মেহেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ বেশ কয়েকজন প্রবীণ নেতাকে বক্তব্য দিতে না দিয়ে তাদের আপমানিত করেছে। এর প্রতিবাদে আমরা জেলা প্রশাসনের আনুষ্ঠান বয়কট করে চলে এসেছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল