২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬
বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুরে পুলিশবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা আরেক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- পুলিশ কনস্টেবল শাজাহান (৩৫), প্রণব (৩২), শামসুল ইসলাম (৩০), আলমগীর (৩৩) ও সোহেল (৩২) এবং পুলিশের পরিচ্ছন্নতা কর্মী শ্যামল চন্দ্র (৪২)।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার মহিপুর নামক স্থানে ঘন কুয়াশার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানিয়েছেন।
তিনি জানান, পুলিশ সদস্যরা কুড়িগ্রাম জেলা পুলিশের সরকারি পোশাক পরিচ্ছদ আনার জন্য ঢাকা পুলিশ হেডকোয়াটার্সে যাচ্ছিলেন। কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের ৯ সদস্য একটি রিকুইজিশন করা ট্রাকে ছিলেন। রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর নামক স্থানে বিপরীতমুখী একটি সার বোঝাই ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হন। শেরপুর থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শেরপুর ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D