বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ফাঁসি চাইল ছাত্রলীগ!

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ফাঁসি চাইল ছাত্রলীগ!

235538_1জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে রোববার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। তবে মানববন্ধনে ব্যবহৃত ব্যানার পড়লে যে কেউ হোঁচট খেতে পারেন। ব্যানারটির লেখা অনুযায়ী সংগঠনটি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুজনেরই ফাঁসি চেয়েছে!


ব্যানারে লেখা ছিল, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মম হত্যাকান্ডে জড়িত সকল পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবীতে মানববন্ধন।’

তবে মানববন্ধনে ছাত্রলীগ নেতারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানান। তারা পরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপিও প্রদান করেন। এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যানারে ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: বিডি নেট

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল