২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে রোববার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। তবে মানববন্ধনে ব্যবহৃত ব্যানার পড়লে যে কেউ হোঁচট খেতে পারেন। ব্যানারটির লেখা অনুযায়ী সংগঠনটি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুজনেরই ফাঁসি চেয়েছে!
ব্যানারে লেখা ছিল, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মম হত্যাকান্ডে জড়িত সকল পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবীতে মানববন্ধন।’
তবে মানববন্ধনে ছাত্রলীগ নেতারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানান। তারা পরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপিও প্রদান করেন। এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যানারে ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
সূত্র: বিডি নেট
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D