বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল সম্পন্ন

বঙ্গবন্ধু গোল্পকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের আয়োজনে রোববার সিলেট জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা সম্পন্ন করা হয়।
প্রাথমিক শিক্ষা সিলেটের বিভাগীয় উপ পরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ বলেন, তোমাদের মধ্যে থেকে জাতীয় টিমের খেলোয়াড় গড়ে উঠবে। আমাদের বাংলাদেশের সুনাম তোমরাই ধরে রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (আইসিটি ও শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী, সদর উপজেলার ইউএনও মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, টুলটিকর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মোহন লাল দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মুন্তাকিম, মহি উদ্দিন আহমদ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. আনিসুজ্জামান ভূইয়া, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন গণেশ পাল দীপু, গোলাম বর হাসনু, বিপ্লব পুরকায়স্থ, মোবারক হোসেন, শেফালী বেগম, মোহাম্মদ আব্দুর রব। অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন রোমান মিয়া, সুভাষ চক্রবর্তী, মনিটরিং অফিসার দিলোয়ার হোসেন প্রমূখ।
চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথের পরিচালনায় খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।
খেলায় মেয়েদের মধ্যে সদর উপজেলার সৈয়দ আরজুমন্দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বিজয়ী হয় এবং ছেলেদের মধ্যে জৈন্তাপুর কামরাঙ্গী সরকারি প্রাঃ বিদ্যালয় ৭-০ গোলে বিজয়ী হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল