বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

বঙ্গবন্ধু গোল্পকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।
প্রাথমিক শিক্ষা সিলেটের বিভাগীয় উপ পরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্্র্যাট সৈয়দ আমিনুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা সিলেটের সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, কার্যনির্বাহী কমিটির সদস্য বিজিত চৌধুরী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, মোহন লাল দাস, আলী আহসান, শাহাবুদ্দিন, মো. মুস্তাকিম, জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, মো. রোমান মিয়া, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শেফালী বেগম, শাহজাদী খানম, গণেশ পাল দীপু, মোবারক হাসনু, বিপ্লব পুরকায়স্থ, আতাউর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল