২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ৭, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়ের ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে তৃণমূল আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশরত্ন শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয় এর ছবিযুক্ত ব্যানার রাতের আধারে ফেঞ্চুগঞ্জ ব্রিজের টোলপ্লাজা সহ বিভিন্ন স্থান থেকে ছিঁড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে প্রতিবাদ মিছিল করেছে ফেঞ্চুগঞ্জ তৃণমূল আওয়ামী লীগ।
৭ মে শনিবার বিকেল ৪ ঘটিকার সময় প্রতিবাদ মিছিলটি ফেঞ্চুগঞ্জ থানা রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম এর সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহরাব হুসেন জুনেল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, মাইজগাও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলহাস আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎসজীবীলীগের সাধারণ সম্পাদক আকতার হুসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দানিয়েল আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজ আহমদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ দুষ্কৃতি কারিদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D