বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা চিত্রাংকন প্রতিযোগিতা

DSC_0387 copyসিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধূরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন একটি সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক, ন্যায় ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিই ছিল তাঁর ধ্যানজ্ঞান ও সাধনা। যে সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন, তার বাস্তব রূপ দেওয়া। এমন একটি দেশ গড়ে তোলা, যেখানে স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়িত হবে এবং ধর্মগোত্রনির্বিশেষে সব মানুষ সম-অধিকার ভোগ করবে। গণতন্ত্র, সামাজিক ন্যায় এবং আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই সেই স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম, আছি ও আগামী থাকব ইনশাল্লাহ।

তিনি জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বাষির্কী উপলক্ষে শনিবার (২০ আগস্ট) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা চিত্রাংকন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলার সভাপতি গৌতম চক্রবর্তী’র সভাপতিত্বে ও নন্দিতা মুন্নির পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা সাধারণ সম্পাদক আবু তাহের। আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত নাঠ্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামছুল আলম সেলিম। গান পরিবেশ করেন নিলেন্দ্র ভ্যট্রাচার্য্য, আসুমান দত্ত অঞ্জন, আয়ূষ্মান দত্ত অসিদ্দ্য, কবিতা পাঠ করেন ধ্র“ব গৌতম, মোকাদ্দেছ বাবুল, নৃত্য ছব্দনৃত্যালয়, শিল্পাঙ্গন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল