২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মে ২০, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: আকস্মিক বন্যায় নগরীর বন্যাকবলিত বিভিন্ন ওয়ার্ডসমূহের নেতৃবৃন্দের কাছে রান্নাকরা খাদ্যের উপকরণ বিতরণ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
শুক্রবার (২০ মে) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে স্থানীয় একটি অফিসে সিলেটের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশনাল হেড অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল এর পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য সকালের হস্তান্তরকৃত উপহার সামগ্রী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বন্যাকবলিত ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বিতরণ করা হয়।
যে সমস্ত বন্যাকবলিত ওয়ার্ডসমূহের নেতৃবৃন্দের মধ্যে রান্নাকরা খাদ্যের উপকরণ বিতরণ করা হয়- ওয়ার্ডগুলো হলঃ ১০ নং ওয়ার্ড, ১৩ নং ওয়ার্ড, ১৪নং ওয়ার্ড, ২৩নং ওয়ার্ড, ২৪ নং ওয়ার্ড, ২৭নং ওয়ার্ড, ৩১নং ওয়ার্ড, ৩৮ নং ওয়ার্ড, ৩৯নং ওয়ার্ড।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোখলেছুর রহমান কামরান (কাউন্সিলর), দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য তৌফিক বক্স লিপন (প্যানেল মেয়র), ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, বন্যাকবলিত ওয়ার্ডসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D