সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মে ২০, ২০১৬
মহান আল্লাহকে নিয়ে কটুক্তিকারী কুখ্যাত শ্যামল কান্তি ভক্তের দৃষ্টান্ত মুলক শাস্তি এবং বির্তকিত শিক্ষানীতি, শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবীতে ২০ মে শুক্রবার বাদজুম্মা সিলেটে বিক্ষোভ মিছিল করেছে মাদানী কাফেলা বাংলাদেশ। নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে এসে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী। কাফেলার সহসভাপতি হাফিজ শাব্বির আহমদ রাজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জামিয়া দারুল কোরআনের শিক্ষক মাওলানা আলী নুর, মাওলানা মাহমুদুল হাসান , বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কবির আহমদ, যুব নেতা হাফিজ আব্দুল করিম দিলদার, আরিফ রব্বানী, সুফিয়ান আহমদ, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, হাফিজ জাহেদ আহমদ, ছাত্র নেতা আব্দুস সালাম, সাখাওয়াত শিকদার, দেলওয়ার হোসাইন ইমরান, ইশফাকুল হক, তানভীর আহমদ, সাজ্জাদুল করিম শোয়াইব, আলতাফুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত মহান আল্লাহপাক সম্পর্কে কটুক্তিকরে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। মুসলমান হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের বিক্ষোভ মিছিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমেদের দাবী হলো ইসলাম বিদ্বেষী এই ‘শ্যামল কান্তি’কে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। একই সাথে বির্তকিত জাতীয় শিক্ষানীতি এবং শিক্ষা আইন ২০১৬ বাতিল করতে হবে। বক্তারা কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, শতকরা ৯০ ভাগ মুসলমানের এই দেশের ইসলাম বিরোধী কোন প্রকার ষড়যন্ত্র ধর্মপ্রাণ জনতা কিছুতেই বরদাস্ত করবেনা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd