বর্তমান সময় ও প্রাসঙ্গিক ভাবনা

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

বর্তমান সময় ও প্রাসঙ্গিক ভাবনা

আমরা সবাই জানি এ সরকার ৫% ভোটে নজীরবিহীন ভাবে নির্বাচিত একটি অগনতান্ত্রিক সরকার ,সময় যত গড়াচ্ছে সরকারের পায়ের তলার মাটি তত সরে যাচ্ছে কারন যে ভারত সম্পূর্ন সমর্থন দিয়ে এ সরকার কে টিকিয়ে রেখেছে সেই ভারত ই হয়তো তাদের প্রয়োজনে সমর্থন প্রত্যাহার করে নিবে ।ভারতের যতো প্রকার সুযোগ সুবিধার দরকার ছিলো তার চেয়ে বেশি তারা পেয়েছে কিন্তু বিনিময়ে বাংলাদেশ একশভাগের একভাগ ও পায়নি ! যে তিস্তার পানির ন্যায্য হিংস্যার জন্য যুগ যুগ ধরে দেনদরবার করছে সেই তিস্তা চুক্তি অন্ধকারে , ভারতের সাথে যতো চুক্তিপত্র হয়েছে তার একটি ও সংসদে বা মিডিয়ায় প্রকাশ হয় নি বা জানানোর প্রয়োজন মনে করে নি এ সরকার ,এ ব্যাপারে ব্লাংক সব চুক্তি ভারতের সাথে ! পাক ভারত যুদ্ধ পরিস্থিতি তে যে চীন পাকিস্তানের পক্ষ্য অবলম্বন করেছে সেই চীনের কাছ থেকে বাংলাদেশ সরকার ২৪ বিলিয়ন ডলার লোন নিয়েছে এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ,তা কিন্তু ভারত সহজ ভাবে গ্রহন করবে না ,আমেরিকা ভারতে এখন মিত্র ,আমেরিকা চায় দক্ষিন এশিয়ায় তাদের কর্তৃত্ব বজায় থাকুক যার কারনে বাংলাদেশের ব্যাপারে ভারত সরকারের কর্মকান্ডের বিরোধীতা করেনি কিন্তু বর্তমান সময়ে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের মতামত ভারত সরকার মেনে নিবে ,ভারতের প্রয়োজনে ও প্রেসক্রিপশনে শেখ হাসিনা সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে দেশের মানুষ চরম ক্ষুদ্ধ ।বাংলাদেশে একটি সুষ্টু নির্বাচন হলে আওয়ামীলীগের ভরাডুবি হবে সেটা আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী জানে যার কারনে শেখ হাসিনা সংবিধান নিজের ইচ্ছে মতো সংশোধন করে নিয়েছেন যাতে আজীবন আওয়ামীলীগ ক্ষমতায় থাকে ,শেখ হাসিনা সরকার চায় বিএনপি জামায়াত রাজপতে নেমে কিছু সহিংসতায় নামুক যাতে মামলা ও গ্রেফতার করে নির্মূল করা যাবে কিন্তু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সেই পথে না হেটে একটি শক্তিসালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে জাতির সামনে সবার কাছে গ্রহযোগ্য একটি প্রস্তাব তুলে ধরেছেন ,যেটির সূত্র ধরে রাষ্টপতির অধীনে সবদলের অংশগ্রহনে একটি সফল ও কল্যানময় নির্বাচন ব্যবস্থা প্রতিষ্টিত হতে পারে ।বেগম জিয়ার প্রস্তাব বুঝার আগেই আওয়ামীলীগ তাদের চিরাচরিত নিয়মে প্রস্তাব পেশের ১৫ মিনিটের ভিতরে প্রত্যাখান করেছে ,তারা ভারতের প্রেসক্রিপশনের অপেক্ষায় আছে কিন্তু ভারত ও বর্তমানে শেখ হাসিনা কে ভারত সফরের শিডিউল দিচ্ছে না ! কারন তাদের সব চাওয়া পাওয়া পূর্ন হয়ে গেছে ,সব কিছুর পর বাংলাদেশের জনগন কে সিদ্ধান্ত নিতে হবে ,ভারতের আধিপত্যবাদী সরকার না দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার ,আর এই মোটিভেটরের দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ….

লেখক মো : আব্দুল হাছিব

প্রচার সম্পাদক

সিলেট মহানগর ছাত্রদল