২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬
২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার: বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বর্ষীয়ান রাজনীতিবীদ, সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ’র মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা এনামুল হক, মিনার হোসেন লিটন, কবির আহমেদ চৌধুরী উজ্জ্বল, সাহেল শাহ, আতাউর, মাহবুবুর রহমান বাবর, আজিজুর রহমান লায়েক, হাসান জাকির, হুমায়ুন রাশীদ, আবু বক্কর সিদ্দীক, আনোয়ার হোসেন, মিজান আহমেদ, আবুল কাহের রাশেদ, খালেদুল ইসলাম মনি, অলিউর রহমান ফেরদৌস, রকিব আহমেদ, ফাহিম উদ্দিন, তালহা আহমেদ, ইব্রাহিম খলিল, শাহজান আহমেদ সহ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সংবাদপত্র প্রেরিত এক শোক বার্তায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক অঙ্গনের বলিষ্ট কন্ঠস্বর এবং মজলুম মানুষের অধিকার আদায়ের ও অকুতোভয় নেতা হান্নান শাহের শূন্যতা পূরণ হবার মত নয়। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। যে কোন দূরসময়ে এবং জাতির কল্যাণে তার যে অবদান বিএনপি তথা দেশের মানুষ কখনো ভুলতে পারবে না।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে দক্ষিণ সুরমা ছাত্রদলের পক্ষথেকে আগমীকাল বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে আ স ম হান্নান শাহ’র রুহের মাগফেরাত কামনা ও সিলেট কারাগারে আটক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার আশু সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে সর্বস্থরের নেতা কর্মীদের উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D