১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৬
১৭ অক্টোবর ২০১৬, সোমবার: সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা বর্ষীয়ান রাজনীতিক অজয় রায় আর নেই।
দীর্ঘদিন ধরে নিউমোনিয়া, কিডনি, হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগে অবশেষে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ধানমণ্ডিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
৮৯ বছর বয়সী এ রাজনীতিবিদের মরদেহ বর্তমানে বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী জয়ন্তী রায়। তার দুই মেয়ে ও এক ছেলে। তারা যুক্তরাষ্ট্র ও জার্মানিতে থাকেন। তাদের মধ্যে দুজন ফিরলেই বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
পরিবারের সদস্যরা জানান, প্রবীণ এই রাজনীতিবিদের শেষ ইচ্ছা অনুযায়ী দাহ নয়, বাংলার মাটিতে সমাধিস্ত করা হবে তাকে।
পরিবারের সদস্যরা আরও জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অজয় রায়কে গত সপ্তাহে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আগামী বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অজয় রায়ের প্রতি নাগরিক শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। নাগরিক শ্রদ্ধাঞ্জলির পর তার মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাধিস্থ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D