বসতঘরে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ৬, ২০১৬

বসতঘরে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

fanchugong agonসিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুরের ফকিরপাড়ায় অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় সুয়েদ আহমেদের বাড়ির দুটি বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন দেখে বাড়ির লোকজন চিৎকার দিলে এগিয়ে আসেন এলাকাবাসী। কিন্তু মূহুর্তে ই আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। পরবর্তীতে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের অপারেশন লিডার মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়। এতে একটি গরু, একটি শ্যালো মেশিন, একটি ধান ভাঙ্গানির মিশিন ও গৃহস্তালি আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল