বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক জেট্রোর সেমিনার বাতিল

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬

বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক জেট্রোর সেমিনার বাতিল

22040_jetroজাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো’র আয়োজনে জাপানে বাংলাদেশ বিষয়ক সেমিনার বাতিল করা হয়েছে। আগামীকাল জেট্রোর সদরদপ্তরে ‘বাংলাদেশে বিনিয়োগ উৎসাহ’ শীর্ষক এ সেমিনার হওয়ার কথা ছিল। এতে দুই শতাধিক জাপানি শীর্ষ বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জেট্রোর ঢাকা অফিস এ তথ্য নিশ্চিত করেছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের দুইজন প্রতিনিধি থাকার কথা ছিল। আয়োজক সূত্র জানায়, এ সেমিনারের পরবর্তীতে বছর শেষে বড় ধরণের একটি বিনিয়োগ সম্মেলন করার কথা ছিল। এই সেমিনার বাতিল করায় পরবর্তী আয়োজনটিও বাতিল করা হয়েছে। সেমিনার বাতিলের বিষয়ে জেট্রো সূত্র জানিয়েছে, এই মুহুর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে বিনিয়োগ নিয়ে ইতিবাচক আলোচনার সুযোগ নেই। এছাড়া অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তুলতে পারেন। এ কারণেই সেমিনারটি বাতিল করা হয়েছে।

ফেসবুকে সিলেটের দিনকাল