বাংলাদেশ সানলাইট ফাউন্ডেশনের আত্মপ্রকাশ: সভাপতি মামুন ও সাঃ সম্পাদক ফারহান

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

বাংলাদেশ সানলাইট ফাউন্ডেশনের আত্মপ্রকাশ: সভাপতি মামুন ও সাঃ সম্পাদক ফারহান

mamun--01বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সৎ, আদর্শবান ও মানবতায় বিশ্বাসী দেশপ্রেমিকদের নিয়ে গঠিত হয়েছে স্যোশাল সংগঠন ” বাংলাদেশ সানলাইট ফাউন্ডেশন “। যেটি শিক্ষা বিস্তার, রক্তদান কর্মসূচি, অসহায় দরিদ্রদের সাহায্য, খাদ্য-বস্ত্র বিতরণ, জাতীয় দুর্ভিক্ষে কাজ করা, মাদক প্রতিরোধ আন্দোলন সহ সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করবে। বেআইনি কাজের সাথে সম্পৃক্ত কেউ বা নেশাগ্রস্থ কেউ এই সংগঠনে থাকতে পারবে না। ইতিমধ্যেই বাংলাদেশ সানলাইট ফাউন্ডেশন তাদের কেন্দ্রীয় প্রাথমিক কমিটি প্রকাশ করেছে ।

মোঃ মামুনুর রহমান কে সভাপতি এবং সিলেট জেলা ফ্রেন্ডস উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়েজুল হাসান ফারহানকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় প্রাথমিক কমিটি প্রকাশ করেছে স্যোশাল ফাউন্ডেশনটি।

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি : জাহিদ হাসান ( বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), সহ সভাপতি : দুর্দানা চৌধুরী (সি ইউ), যুগ্ম সাধারণ সম্পাদক: আহসান হাবীব ( রাজশাহী বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক : নোবেল ইসলাম (আই ইউ বি এ টি), যুগ্ম সাধারণ সম্পাদক : দেবাশীষ সামন্ত (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক : মাহমুদুল হাসান ছোটন ( ঢাকা বিশ্ববিদ্যালয়), সহ সাংগঠনিক সম্পাদক : মোঃ শামিম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সহ সাংগঠনিক সম্পাদিকা : তাসনিয়া তাহসিন (আই ইউ বি এ টি), সহ সাংগঠনিক সম্পাদক : ইয়াহ ইয়া উল হক ( রুয়েট), অর্থ সম্পাদক : মাছুম আহমেদ মোরাদ ( আই ইউ বি এ টি), সহ অর্থ সম্পাদিকা : এল আদমিন চৌধুরী ( ঢাকা হোম ইকোনোমিক কলেজ), মানব সম্পদ বিষয়ক সম্পাদক : হাসান ইমাম চৌধুরী ( বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), আইন বিষয়ক সম্পাদক : সৈয়দ সাজ্জাদ আলী ( বি ইউ পি), সহ আইন বিষয়ক সম্পাদক : তৌহিদ আল হাসান ( বি ইউ পি), বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক : মঞ্জুরুল ইসলাম ( বুয়েট), ছাত্র উন্নয়ন বিষয়ক সম্পাদক : ফাহিম ( ই ডব্লিউ ইউ), সহ ছাত্র উন্নয়ন বিষয়ক সম্পাদক : নাঈম ( আই ইউ বি এ টি), ছাত্রী উন্নয়ন বিষয়ক সম্পাদিকা : নাদিয়া কেয়া ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), সহ ছাত্রী উন্নয়ন সম্পাদিকা : নাসরিন আক্তার ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), শিক্ষা বিষয়ক সম্পাদক : মুন্তাকিম মান্না, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক : সুদীপ্ত সৈকত ( বুয়েট), সংস্কৃতি বিষয়ক সম্পাদিকা : তাহমিনা আক্তার বুশরা প্রমি ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদিকা : আফসানা ( আই ইউ বি এ টি) , পরিবেশ বিষয়ক সম্পাদক : আল ইমরান ( ঢাকা বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক : বোরহান উদ্দিন ( ঢাকা বিশ্ববিদ্যালয়), সহ দপ্তর সম্পাদক : আহমেদ সাদমান সাকিব ( রুয়েট), প্রচার সম্পাদক : তামিম রহমান ( আই ইউ বি এ টি), সহ প্রচার সম্পাদক : আশরাফুর রহমান ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), সহ প্রচার সম্পাদক : রাকিব সওদাগর ( ভিক্টোরিয়া কলেজ), মানব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : রুহুল ইসলাম ( এম এ জি ওসমানী মেডিকেল কলেজ), সহ মানব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : অনিক চৌধুরী ( দিনাজপুর মেডিকেল কলেজ), সমাজসেবা বিষয়ক সম্পাদক : সাজিদুল ইসলাম, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক : সুমন মিয়া ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক : আফতাব চৌধুরী (নর্থ ইষ্ট মেডিকেল কলেজ), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : বেলাল হোসাইন ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : ইরফাত শেখ ( ঢাকা বিশ্ববিদ্যালয়), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক : মাজহারুল ইসলাম ( বি জি এম ই এ), সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক : রাকিবুল হাসান রবিন, পাঠাগার বিষয়ক সম্পাদক : আসাদুজ্জামান নয়ন ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদিকা : ইসফাত আরা মৌমিতা ( জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ক্রিয়া সম্পাদক : রাবিবুল ইসলাম স্বপন, সহ ক্রিয়া সম্পাদক : মাহদী হাসান ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : মুশফিকুর রহমান ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), সহ মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : শাহেদুজ্জামান শাহিদ ( সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ), পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক : তানভির আহমেদ তন্ময় ( ঢাকা বিশ্ববিদ্যালয়), সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদিকা : তারান্নুম জাহান তানহা ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদিকা : তানজিল ফেরদৌস তমা ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক : ইফতেখার তালুকদার ( কুয়েট), কার্যকরী কমিটির সদস্য : সাকিব চৌধুরী, উবায়দুল্লাহ সাঈদ ( শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি), আহসান উদ্দিন ( লিডিং ইউনিভার্সিটি), জয় ( আই ইউ বি এ টি), আর এইচ রবিন ( আই ইউ বি এ টি), ওমার বিন আব্দুল আজিজ ( এন ই মেডিকেল কলেজ ), আহসান রাফি ( এন ই মেডিকেল কলেজ), খন্দকার মাহের আহমেদ ( এন ই মেডিকেল কলেজ), মাহফুজুর রহমান ( এন ই মেডিকেল কলেজ), সৈয়দ ফারহান ( এন ই মেডিকেল কলেজ), দেবাশীষ রায় ( এন ই মেডিকেল কলেজ), আলকাছ মাহমুদ ( এন ই মেডিকেল কলেজ), রামিজ আনহাফ সাঈদ ( এন ই মেডিকেল কলেজ), মোঃ মকছু ( এন ই মেডিকেল কলেজ), জয়দীপ চৌধুরী ( ঢাকা বিশ্ববিদ্যালয়), মোঃ রেজওয়ান ( সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ), সিরাজুল ইসলাম ( সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ) , তোফাজ্জল ইসলাম, ফাহাদ আহমেদ ( রংপুর মেডিকেল কলেজ), শাহারাজ মজুমদার ( সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়)।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল