৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার সকাল ৯টায় পুকড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য পূর্ব পুকড়া গ্রামের ছুরত আলী ও পরাজিত প্রার্থী নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে করিম (৩৫), কাজল (২০), আবদুল জলিল (৩৫), উজ্জ্বল (২৫), আবদুল আজিজ (৩৫), ইসরাক (৩০), আবদুল হামিদ (৩৫), আবদুর রাহিম (২৫), হাবিবুর (৩৫), দুলাল (৩২), জামাল (৪০), মুসা (১৮), দুলাল-দুই (২০) ও এহসানসহ (২৬) ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বানিয়াচং উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পুকড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য পদে ছুরত আলী নির্বাচিত হন। রাতে তার পক্ষের লোকজন বিজয় মিছিল বের করলে পরাজিত সদস্য প্রার্থী জুয়েলের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রোববার সকালে দুইপক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
দুপুরে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D