২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬
বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করা হলো সিলেট জেলাকে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে নগরীর আরামবাগ এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারে ‘কন্যাশিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সিলেটকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম। তিনি বলেন, ‘সিলেট এমনিতেই প্রবাসী-অধ্যুষিত অঞ্চল। তাই ভালো পাত্র পেলে নির্ধারিত বয়সের আগেই কন্যাদের বিয়ে দেওয়ার প্রবণতা অনেক অভিভাবকেরই রয়েছে। এ ক্ষেত্রে সিলেটকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা জেলা প্রশাসনের একটি চ্যালেঞ্জিং কাজ। এখন এটি ধরে রাখতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখা উচিত।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ। এ ছাড়া মহানগর পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানের সঞ্চালক সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, গত ছয় মাসে জেলার ১৩টি উপজেলাকে পর্যায়ক্রমে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়। এসব উপজেলার ১০৫টি ইউনিয়নে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নানা ধরনের জনসচেতনতামূলক সমাবেশ করা হয়েছে। এসব সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ রোধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। এরপর আর কোনো বাল্যবিবাহ না হওয়ায় জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D