৪ঠা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
সিলেট নগরীর বাসা ও বাড়ি ভাড়া দেয়ার ব্যাপারে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে মহানগর পুলিশ। বাড়ি ভাড়া দেয়ার সময় ভাড়াটের ব্যাপারে খোঁজখবর নেয়া এবং তার সকল তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে মঙ্গলবার মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান বিপিএম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। পুলিশের নির্দেশনা না মেনে কোন জঙ্গি বা অপরাধীকে কেউ বাসা ভাড়া বা আশ্রয় দিলে সংশ্লিষ্ট বাসার মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নগরবাসীর উদ্দেশ্যে সিলেট মহানগর পুলিশের জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ইদানিং বিভিন্ন ধরণের অপরাধী, জঙ্গী, নাশকতাকারী ও সন্ত্রাসীরা বাসা-বাড়ি, মেস ও কলোনিতে অবস্থান করে নানা অপরাধ ঘটাচ্ছে। অপরাধী ধরা পড়লেও বাড়িওয়ালাও তাদের ব্যাপারে কোন তথ্য দিতে পারছেন না। তাই বাসা-বাড়ি ভাড়া দেয়ার সময় অপরিচিত ভাড়াটিয়ার ক্ষেত্রে নাম-ঠিকানা ও সঠিক পরিচয় যাচাই করতে হবে। তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংরক্ষণ করতে হবে। ভাড়াটিয়া পূর্বপরিচিত হলে তিনি কোন অপরাধমূলক কাজে সম্পৃক্ত কিনা তা নিশ্চিত হতে হবে। ভাড়াটিয়ার গতিবিধি সন্দেহজনক হলে তাৎক্ষনিকভাবে নিকটস্থ থানায় জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ভাড়া বাসায়, মেসে বা কলোনিতে সন্দেহজনক লোকজন বা অপরিচিত লোকজন ঘন ঘন আসা যাওয়া করলে খোঁজখবর নিতে হবে এবং নিকটস্থ থানা পুলিশকে অবগত করতে হবে। যে সকল ভাড়াটিয়ার আসবাবপত্র বা মালামাল নেই তাদের ক্ষেত্রে বাসার মালিকদের অধিক সতর্ক থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- মহানগর পুলিশের সতর্কতামূলক নির্দেশনা না মেনে কেউ অপরাধী, সন্ত্রাসী বা জঙ্গিকে বাসা-বাড়ি ভাড়া দিলে সংশ্লিষ্ট বাসার মালিক বা তত্ত্বাবধায়েকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সন্দেহভাজন ভাড়াটে বা অপরাধী সম্পর্কে যে কোন তথ্য পেলে নগরবাসীকে নিম্নোক্ত ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফোন নাম্বারগুলো হচ্ছে- পুলিশ কন্ট্রোলরুম- ০৮২১-৭১৬৯৬৮, ০৮২১-৭২৮৮২৭, ০১৭১৩৩৭৪৩৭৫, ওসি কোতোয়ালী- ০১৭১৩৩৭৪৫১৭, ওসি জালালাবাদ- ০১৭১৩৩৭৪৫২২, ওসি এয়ারপোর্ট- ০১৭১৩৩৭৪৫২১, ওসি দক্ষিণ সুরমা- ০১৭১৩৩৭৪৫১৮, ওসি মোগলাবাজার- ০১৭১৩৩৭৪৫১৯, ওসি শাহপরাণ- ০১৭১৩৩৭৪৩১০।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D