বাসের ধাক্কায় ব্লু বার্ডের ছাত্র গুরুতর আহত বাস ও চালক আটক

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

বাসের ধাক্কায় ব্লু বার্ডের ছাত্র গুরুতর আহত বাস ও চালক আটক

fileসিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে বেসরকারি লিডিং ইউনিভার্সিটির বাসের ধাক্কায় রিকশা চালকসহ ব্লু বার্ড স্কুলের এক ছাত্র ও তার মা আহত হয়েছেন।  আহতরা হলেন শিবানী সিনহা, প্রান্তিক সিংহ(১২)। এরমধ্যে আহত ছাত্রের অবস্থা গুরুতর।

এ ঘটনায় লিডিং ইউনিভার্সিটির বাস ও চালককে আটক করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে প্রান্তিক ও তার মা একটি রিকশায় যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির একটি বাস রিক্সাটিকে চাপা দেয়। বাসের চাপায় রিকশা আরোহী  মা ও ছেলে ছাড়াও রিকশা চালক আহত হন। পরে উপস্থিত জনতা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রান্তিকের বাবা ফটোসাংবাদিক রণজিৎ সিংহ জানিয়েছেন, গুরুতর আহত প্রান্তিকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল