বাড়ির আঙ্গিনায় চিরসমাহিত আ স ম হান্নান শাহ

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৬

বাড়ির আঙ্গিনায় চিরসমাহিত আ স ম হান্নান শাহ

file৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া নিজ বাড়ির আঙ্গিনায় চিরসমাহিত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে তার নিজ গ্রামে জানাজা সম্পন্ন হয়।

এছাড়া গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে সকাল ৯টা ২০ মিনিটে ও কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় এবং নিজ গ্রাম ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টা ২৫ মিনিটে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

হান্নান শাহ (১৯৯১-১৯৯৫ সালে) বিএনপির শাসনামলে পাট ও বস্ত্র মন্ত্রী ছিলেন। তার বাবা ফকির আব্দুল মান্নান পূর্ব পাকিস্তানের মুসলিমলীগের সাধারণ সম্পাদক ছিলেন। হান্নান শাহ’র দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে শাহ রেজাউল হান্নান ও ছোট ছেলে রিয়াজুল হান্নান। তারা দুইজনই ব্যবসায়ী।

হান্নান শাহ ১৯৪১ সালের ১১ অক্টোবর জন্মগ্রহণ করেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের ৠাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হান্নান শাহ হৃদরোগে ভুগছিলেন। বুধবার ২৮ সেপ্টেম্বর তার মরদেহ বাংলাদেশে আনা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল