বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পারোয়ানা জারির প্রতিবাদ ম.ম. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের তাৎক্ষনিক মিছিল

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পারোয়ানা জারির প্রতিবাদ ম.ম. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের তাৎক্ষনিক মিছিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা দায়েরের প্রতিবাদে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সভা (১৭ নভেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র নেতা আবুল হোসেনের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা এস এম জুবায়ের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা এম পারভেজ আহমদ, হোসাইন মোহাম্মদ সাগর, সন্তুত সেনাপতি, ফাহিম আহমদ, হিমেল আহমদ, মো. ফাহাদ আহমদ, লিমন আহমদ, জাহাঙ্গীর আলম, আবু বক্কর, আবির হাসান, সাইফুল ইসলাম, সায়েদ আহমদ, উজ্জ্বল আহমদ, জিলাল আহমদ প্রমুখ।

প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে আবুল হোসেন বলেন, আওয়ামীলীগ জাতীয়তাবাদী পরিবার ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র করছে যা এই দেশের জাতীয়তাবাদী পরিবারের আদর্শের সৈনিকরা বেঁচে তাকতে সম্ভব নয়। আজ দেশনেত্রী বাংলাদেশের উন্নয়নের নেত্রী এশিয়া মহাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের নেতৃত্বে দান কারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর একের পর এক গ্রেফতারী পারোয়ানা জারি করে সরকার তাদের অবৈধ ক্ষমতার অপব্যবহার করছে যা একটি স্বাধীর দেশে কাম্য নয়। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর থেকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতারী পারোয়ানা প্রত্যাহার করা না হলে ছাত্র-জনতা ঐক্যবন্ধ ভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল