বিএনপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের ৩০

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের ৩০

sylhet cental (BNP)--01সিলেটে বিএনপির ইতিহাসে এই প্রথম সিলেট বিভাগের সবচেয়ে বেশি নেতৃবৃন্দ স্থান পেয়েছেন নির্বাহী কমিটিতে। এই প্রথম সিলেটের প্রায় ৩০ নেতা কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পদে স্থান পেয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদে নির্বাচিত হয়েছেনঃ-
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এম.এ হক, জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য তাহসিনা রুশদী লুনা (ইলিয়াস পতœী), জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আসফিয়া, ডক্টর এনামুল হক চৌধুরী।

নির্বাহী কমিটির সাংগঠনিক :
সাংগঠনিক সম্পাদক সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।

নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক মেয়র আলহাজ্ব জিকে গৌছ (কারান্তিরীন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রাহমান, সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান, সহ প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, সহ ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুল মুক্তাদির।
নির্বাহী কমিটির সদস্যঃ
সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী (কারান্তিরীন), আলহাজ্ব শফি আহমেদ চৌধুরী, ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী, মিসেস খালেদা রাব্বানী, নাসের রহমান, এবাদুর রহমান চৌধুরী, হাজী মুজিবুর রহমান চৌধুরী, শেখ সুজাত মিয়া, আহমেদ আলী মুকিব, চিত্রনায় হেলাল খান ও এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল