অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলার ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নে আশফাক আহমদ চৌধুরী, ৩নং ফুলবাড়ি ইউনিয়নে মাহবুবুর রহমান, ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে নাছিবুল হক শাহিন, ৮নং ভাদেশ্বর ইউনিয়নে জিলাল উদ্দিন এবং দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে হাবীব হোসেন, কুচাই ইউনিয়নে আব্দুল কালাম, দাউদপুর ইউনিয়নে এইচ এম খলিল ও বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে গিয়াস উদ্দিন, লামাকাজী ইউনিয়নে কবির হোসেন ধলা মিয়া নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহাঙ্গীর হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি, নবনির্বাচিত চেয়ারম্যানরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন।