বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে

বর্তমান সরকার গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে সারাদেশে শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মিথ্যা মামলা দেয়া হয়েছে, যার কারণে প্রতি সপ্তাহে তাকে আদালতে যেতে হচ্ছে। নেতাকর্মীদের রাজনীতি থেকে দূরে রাখার অপকৌশল হিসেবে এগুলো করা হচ্ছে।

রোববার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে খেলাফত মজলিস আয়োজিত দলটির কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৯ম অধিবেশনে তিনি এসব কথা বলেন। দেশে কেউ নিরাপদ নয় মন্তব্য করে এ সময় বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসনে ১৩ দফা দাবি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি। আমরা বিশ্বাস করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা নিরপেক্ষ, সৎ ও সাহসী নির্বাচন কমিশন গঠন করবে।

এ সময় তিনি বর্তমান সরকারকে দানব সরকার হিসেবে আখ্যায়িত করেন এবং এ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, এদেশে সত্য ও ন্যায়ের কোনো স্থান নেই। যার ফলে দেশ বসবাসের অযোগ্য হয়েছে উঠেছে। তিনি অভিযোগ করেন, সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। তাদের এ অপকৌশল রুখে দিতে হবে। কারণ আমাদের সিদ্ধান্ত আমরাই নেবো।

ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে বাংলাদেশের ন্যায় সারাবিশ্বে ইসলাম ধর্মের উপর আঘাত করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশে ইসলাম ধর্মসহ সব ধর্মের উপর আঘাত করা হচ্ছে। সুতরাং আমাদেরকে ইসলামের বাণী নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের আমিরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহম্মাদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়াসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল