১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ১১, ২০১৬
সিলেটে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জীবনের ঝুঁকি নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি বলেন, কেউ ভাবেনি এদেশে কোনদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচার হবে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল হুমকি-ধামকি উপেক্ষা করে এসব খুনীদের বিচার কাজ চালিয়ে নিচ্ছেন।
যতোই চক্রান্ত আর ষড়যন্ত্র হোক না কেন এদেশে আগাম কোন জাতীয় নির্বাচন হবে না। নির্বাচন হবে, তবে সেটা ২০১৯ সালের পর। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি বুধবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ শাহ মশাহিদ আলীর পরিচালনায় ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-সম্পাদক আজিজুজ সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
স্মরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সম্পর্কে স্মৃতিচারণ করেন। এসময় তিনি সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টকে শামীম চত্বর নামে নামকরণের ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন।
স্বাগত বক্তব্য রাখেন সামাদ আজাদ স্মৃতি পরিষদের সদস্য সচিব আ ন ম শফিকুল হক।
সভায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল মালিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি শমিউল আলম, প্রয়াত আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমের সহধর্মীনি নাজনিন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জাসদ নেতা কলন্দর আলী, আশফাক আহমদ, মো.মাস্তাক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সুয়েব চৌধুরী, এড.নিজাম উদ্দিন, এড.ফয়জুর আনোয়ার আলাওর, অধ্যাপক সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, এড.শাহ মজাহিন আলী, আজহার উদ্দিন জাহাঙ্গীর, তপন মিত্র, মো. সাইফুল আলম রুহেল, এড. রঞ্জিত সরকার, নাজমিন হোসেন, আসমা কামরান, খোকন কুমার দত্ত, মোস্তাকুর রহমান মফুর, জুবের খান, এড. ফখরুল ইসলাম, আজমল আলী, মোক্তার খান, সোয়েব চৌধুরী, মো. শাহজাহান, শামীম রশিদ চৌধুরী, সেলিম আহমদ, সোহেল আহমদ সোহেল, জাফর আহমদ চৌধরী, মুশফিক জায়গীদার, সেলিম আহমদ সেলিম, মহসিন কামরান, কামরুল ইসলাম,ডা. মুরশেদ আহমদ চৌধুরী, আলম খান মুক্তি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D