২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খান খোকন ও তাঁর স্ত্রী দলের স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা নরসিংদীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন।
আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে বিএনপির এই দুই নেতাকে বহনকারী প্রাইভেটকারটিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর মাধবদীর ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা। তিনি আরো বলেন, ‘দুজনেই মাথা ও কানের কাছে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গেই তাঁদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’
এ দিকে রাত সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘খোকন ও শিরিন একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাতে নরসিংদী থেকে ঢাকায় ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে গাড়িটি খুব ক্ষতিগ্রস্ত হয়। দুজনই আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁদের রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এখনো তাঁরা পথে রয়েছেন।’
হাসপাতালে নিয়ে আসার পর জানা যাবে তাঁরা কতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান শায়রুল কবীর খান।
খায়রুল কবীর খান খোকন নরসিংদী জেলা বিএনপিরও সভাপতি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D