সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৬
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
আজ রোববার বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
রোববার সকালে দু’দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন এ কর্মকর্তা।
নিশা দেশাইর সফর নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, এবারের সফরে নিশা দেশাই সরকারি উচ্চপদস্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ত্রাস প্রতিরোধ ও চরমপন্থীদের নির্মূলে বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাব দিবে যুক্তরাষ্ট্র। এছাড়াও ঢাকায় অবস্থানরত দেশি-বিদেশি কূটনৈতিক, ব্যবসায়ী প্রতিনিধি দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সূত্র জানিয়েছে, সফরের প্রথমদিনে পররাষ্ট্রমন্ত্রী ও আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই।
নিশা দেশাইয়ের সঙ্গে সফর করছেন দেশটির উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনান্দ। ঢাকা সফর শেষে নিশা দেশাই শ্রীলঙ্কা সফরে যাবেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd