বিকেলে রাগীব আলীকে হস্তান্তর

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

বিকেলে রাগীব আলীকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:: ভারতের করমিগঞ্জে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক রাগীব আলীকে আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আইজি পাওয়ান কুমার দুবে’র বরাত দিয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা একথা জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাগীব আলীকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান জানান, রাগীব আলীকে সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত আনা হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে রাগীব আলীকে আটক করে ভারতের করিমগঞ্জের ইমিগ্রেশন পুলিশ। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারনে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের দুই হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতে পালিয়ে যাওয়ার সাড়ে ৩ মাস পর আটক হলেন সিলেটের কথিত দানবীর রাগীব আলী।

জালিয়াতি ও প্রতারণার দুটি মামলায় গত ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে গোপনে সপরিবারে ভারত পালিয়ে যান তিনি। গত ১২ নভেম্বর সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেপ্তার করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ। আব্দুল হাই বর্তমানে কারাগারে আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল