বিচারপতি জেএন দেবের শেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৬

বিচারপতি জেএন দেবের শেষকৃত্য সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জ্যোতির্ময় নারায়ণ (জেএন) দেব চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের চালিবন্দরস্থ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে শুক্রবার বিকেল ৩ টায় জেএন দেবের মরদেহ সিলেট জেলা বারে এসে পৌঁছালে আইনজীবী সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সেসময় জেলা জজ আদালতের বিচারকবৃন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ জেলা বারের শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

বিকেল ৪টার দিকে মরদেহ  নিয়ে যাওয়া হয় কাষ্টঘরস্থ তার নিজ বাসভবনে। সেখানে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ অনেকেই প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন। সন্ধ্যা ৫ টার সময় জেএন দেবের মরদেহ নিয়ে যাওয়া হয় চালিবন্দরস্থ মহাশ্মশানে। সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটের দিকে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শ্মশানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক মানুষ।

উল্লেখ্য, বিচারপতি জ্যোতির্ময় নারায়ণ (জেএন) দেব চৌধুরী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) অপরাহ্ণ ৪.০৬ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে পরলোক গমন করেন।

বিচারপতি জ্যোতির্ময় সিলেটের স্বনামখ্যাত আইনজীবী প্রয়াত জিতেন্দ্র নারায়ণ দেব চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল