বিচার করতে গিয়ে আহত সোনা মিয়া

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

বিচার করতে গিয়ে আহত সোনা মিয়া

Sona Miah-1কোলড্রিংসকে কেন্দ্র করে কথা কাটাকাটির সমাধাণ করতে গিয়ে পাথর ব্যবসায়ী সোনা মিয়া (৪৩) এবং কালাম মিয়া (২৪) আহত হয়েছেন। একই সঙ্গে আহতের প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করেছে হামলাকারীরা। গত সোমবার রাত ৯ টায় গোয়াইনঘাটে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গোইনঘাট থানায় একটি মামলা (মামলা নং ১০১/০২) দায়ের করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়- সোমবার রাত ৯ টায় আহত কালাম মিয়ার সঙ্গে স্থানীয় মহরমের দোকানে কোল্ডড্রিংস খাওয়াকে কেন্দ্র করে কথা কটাকাটি হয়। বিষয়টি সমাধাণ করতে গেলে অভিযুক্ত সবু মিয়াসহ তার দলবল সোনা মিয়ার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় সোনা মিয়া ও কালাম মিয়া গুরুতর আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার নথি থেকে আরো জানা যায়- অভিযুক্তরা সোনা মিয়ার কাছে থাকা নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই ও তার মটর সাইকেল ভাঙচুর করে।
এ বিষয়ে সোনা মিয়ার ভাগিনা আলমাস মিয়া জানান- হামলার পর সবু মিয়া, সবু মিয়ার ছেলে করিম, হাসমত আলীর ছেলে ইমান আলী, মাসুক মিয়া থানায় মামলা না করার জন্য প্রতিদিন হুমকি দিয়ে আসছে। এ কারণে আমরা আতঙ্কে আছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল