বিছনাকান্দি থেকে ফেরা হলো না বাপ্পির

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৬

বিছনাকান্দি থেকে ফেরা হলো না বাপ্পির

bappyপাহাড়-নদী- ঝর্ণা দ্বারার মিশেল প্রাকৃতিক সৌন্দর্যের এক অরণ্য বিছনাকান্দি। এখানকার রূপ পর্যটককে মুগ্ধ করে। কিন্তু কখনও অসাবধানতার ফলে ঘটে দূর্ঘটনারও। ফলে আনন্দ রূপ পায় বিষাদে।
শুক্রবার বন্ধুদের সাথে বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে আনজুম আজিজ বাপ্পি (২৫) নামের এক তরুণের মৃত্যু হয় । বিকেল ৪টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। তিনি নগরীর সোবহানিঘাটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দশজন বন্ধু এক সাথে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বেড়াতে যান। সেখানে পানিতে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে তার বন্ধুরা এবং স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার এএসআই নিহার রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল