৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বার একাডেমি কেন্দ্রে ভোট দিতে আসেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য।
নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠার সম্ভবনা আছে কি না, এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখেছি, মার্কিন নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি তারা পুনঃরায় নির্বাচন চাচ্ছে। তবে আমি বিশ্বাস করি নাসিক নির্বাচন নিয়ে এমন প্রশ্ন উঠবে না।
তিনি বলেন, নির্বাচন ভালোই হয়েছে। নির্বাচন বিধির কারণে আমি অন্যান্য কেন্দ্রে উপস্থিত হইনি। তবে খবর পেয়েছি এখন পর্যন্ত ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনের ফলের বিষয় উল্লেখ করে তিনি বলেন, নৌকা স্বাধীনতার পক্ষে কাজ করে। জনগণের ভোটের মাধ্যমে তা প্রতিফলিত হবে। নির্বাচন কমিশন যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনগুলোও সুষ্টুভাবে পরিচালিত হবে। আশা করছি নির্বাচন শেষে আপনাদের আইসক্রিম খাওয়াবো। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক নেতা-কর্মী তার সঙ্গে ভোটকেন্দ্রে আসেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D