সিলেট ২৩শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সরওয়ার হোসেন বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের অসঙ্গতি দূর করার ক্ষেত্রে সংবাদপত্র এবং সমাজ বিনির্মাণে সাংবাদিক তথা গণমাধ্যমের ভূমিকা দিনের আলোর মতো স্পষ্ট। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। সংবাদপত্রকে সমাজের দর্পণ বলা হয়। এই দর্পণ তৈরি করেন সাংবাদিকরা। এজন্য গোজব ছড়ানো ভূয়া নিউজ প্রচার থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।
তিনি বুধবার বিকেলেগোলাপগঞ্জে পৌর অডিটোরিয়ামে অনলাইন নিউজ পোর্টাল বিজয়ের সময় পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিউজ-৫ টিভির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিজয়ের সময় ডটকম পত্রিকার প্রকাশক তাজ উদ্দিন খান আলমের সভাপতিত্বে ও বিজয়ের সময় পত্রিকার সম্পাদক ফাহাদ হোসাইন ও গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সভাপতি সাইফ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সওয়ার হোসেন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন তরুণ সংগঠক শায়েক আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন ও সদস্য ফাহিম আহমদ।
বিশেষ অতিথির বক্তিব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, দৈনিক সিলেটর সময় পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, সম্পাদক নুরুল ইসলাম, মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি বাবু চৌধুরী, বার্তা সম্পাদক জয়নাল আজাদ, নিউজ-৫ টিভির চেয়ারম্যান এম ওয়াদুদ এমরুল,
সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ।
বক্তব্য রাখেন সাংবাদিক ডি এইচ মান্না, স্টুডেন্ট ফোরামের সভাপতি সাইফুর রহমান, গোলাপগঞ্জ তারুণ্যের সভাপতি সাজন আহমদ।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক হারিছ আলী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ বাবর, প্রচার সম্পাদক ওলিউর রহমান তামিম, সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ, সুলতান আবু নাসের, জাবেদ আহমেদ, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, নাজমুল আমিন শাহাদাত, ফরহাদ আহমদ, আওয়ামীলীগ নেতা তোরন আহমদ, তামিম আহমদ, সামিল হোসেন, ফুলবাড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।
এসময় সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় গোলাপগঞ্জের ৫ টি সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও আমুড়া ইউনিয়নে সরওয়ার হোসেন বিকাল ৪ টায় সৈয়দ মুহিবুল -পেয়ারা ওয়েল ফেয়ার ট্রাষ্ট কমপ্লেক্স ভবন’র ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বাদ আছর হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা এহতেশামুল হক শাহিনের শোকাহত পরিবার সাথে সাক্ষাত করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd