সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৬
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের মধ্যে এক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল “এই সংসদ মনে করে যে, এককেন্দ্রিক বিশ্বই জঙ্গিবাদ বিস্তারের মূল কারণ”।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট জিনাত চৌধুরীর উপস্থাপনায় এ প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রভাষক শামীম আল আজিজ লেলিন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন সিলেট অঞ্চলের সদস্য সচিব ধ্র“ব রঞ্জন রায় ও শাবিপ্রবির সাবেক বিতার্কিক ইশতিয়াক হোসেন মুন্সি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপিকা নুসরাত রিকজা ও প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসনাত ইবনে আবেদীন ও ইংরেজী বিভাগের প্রভাষক নোমান আহমদ।
বিতর্কে ২-০ ব্যালটে লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি।
বিজয়ী দলের বিতার্কিকরা হলেন, ব্যবসা প্রশাসন বিভাগের সাফওয়াত মাহদি রাহাত, খয়রুল ইসলাম কামরুল ও সি.এস.ই বিভাগের এহছানুল হক হৃদয়। বিজ্ঞপ্তি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd