২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬
আগামী সোমবার ঐতিহাসিক ৭ নভেম্বর। মহান বিপ্লব ও সংহতি দিবস। বর্তমান গণতন্ত্রের আবরণে স্বৈরতান্ত্রিক সরকারের আমলে সম্পূর্ণ বৈরী পরিবেশে এবার দিবসটি পালন করা হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ দেশের মানুষ মনে করেন স্বাধীনতা-পরবর্তীকালে ১৯৭৫ সালের ৭ নভেম্বর না হলে বাংলাদেশের ইতিহাস ভিন্নরকম হতে পারতো। এ জন্য যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, এর ইতিহাসে ৭ নবেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবে। রুশ-ভারতের অক্ষশক্তির চক্রান্তের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ও সশস্ত্র বাহিনীর অকুতোভয় সদস্যগণ গর্জে উঠেছিল সেদিন। আজকে সংহতি দিবসের প্রেক্ষাপটেও সেই সিপাহী-জনতার অনন্য সাধারণ বিপ্লবের মতো স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে অভিন্ন প্লাটফর্মের অটুট ঐক্য দরকার। এ সময়ে আরও দরকার বর্ণ চোরাদের ব্যাপারে সজাগ থাকা।
প্রতি বছরই ৭ নবেম্বর পূর্বদিকে সূর্য উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তবুও যেন দিনটি আসে নবতর আবেদন নিয়ে। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের রুখবার এ আবেদন কি কখনো পুরানো হবার?
ঐতিহাসিক ৭ নবেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিএনপি দশ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় সারাদেশে দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। শহীদ জিয়ার মাজারে পুস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, কুরআন খানি।
এছাড়া সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বেগম খালেদা জিয়া। বিএনপিসহ অঙ্গ দলগুলো রাজধানী ঢাকাসহ সারাদেশে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করবে। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে পোস্টার, ব্যানার, পুস্তিকা, ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
সবচেয়ে আলোচিত বিষয় জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রোফাইল ছবিতে দেশে ও বিদেশে থাকা নেতা কর্মীদের ছবি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ছবি ও লিখা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ‘যে জিয়া জনতার সে জিয়া মরে নাই’ সম্বলিত ছবি। এছাড়াও বিভিন্ন ধরণের ফেস্টুন প্রকাশিত হচ্ছে।
ফেইসবুক প্রোফাইল ছবি ব্যবহারের লিংক—https://www.isupportcause.com/result/national-revolution-and-solidarity-day/wu3df?type=#_=_
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D