বিভিন্ন দাবিতে শেভরন-বিবিয়ানা শ্রমিকদের মানববন্ধন মিছিল

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৬

বিভিন্ন দাবিতে শেভরন-বিবিয়ানা শ্রমিকদের মানববন্ধন মিছিল

দীর্ঘ মেয়াদী চাকুরী ও সম্মানীভাতা আদায় সহ বিভিন্ন দাবিতে শেভরন-অবহেলিত বিবিয়ানা স্থানীয় শ্রমিকদের উদ্যোগে শুক্রবার সকালে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডে এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বিয়িানার শ্রমিক আবুল কালামের সভাপতিত্বে ও পল্টন দেব এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলু মিয়া, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম, মোস্তাকিম আলী, আলী হোসেন, কামরুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুর রকিব, আকলিস মিয়া, গিয়াস উদ্দিন, নাজমুল ইসলাম, আবু ইউসুফ, জিয়াউর রহমান, আকবর আলী, আবুল কালাম, আহমদ আলী প্রমুখ। মানববন্ধনে কর্মসূচীতে শ্রমিকরা দাবি জানান, ১২ ঘন্টা বেসিক আওয়ারের পরিবর্তে ডিউটি ৮ ঘন্টা করতে হবে। যদি কোম্পানী স্থায়ী এমপ্রলীদের কে ৫ % দেয়া হয় তাহলে আমরা তার দাবি দার। ৩ বৎসর কন্ট্রাকের পর রেগুলার করার কথা থাকলেও কিন্তু তা রেগুলার করা হয় নি। বিনা ইন্স্যুরেন্স ছাড়া শ্রমিকদের দিয়ে ঝুকি পূর্ন কাজ করানো হয়। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত শেভরন সেফটি রেকর্ড যা হয়েছে তা কি ৫৩৯ জন এমপ্লয়ীদেও দিয়ে হয়েছে। যদি আমাদের দ্বারা হয়ে থাকে তাহলে আমরাও দাবিদার বলে মনে করি। মানবন্ধনে বক্তারা আরো বলেন, যদি শ্রমিদের উল্লেখ্য যোগ্য সব দাবি পূরন করা না হয় তাহলে শ্রমিকরা আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দেন। এতো পরিশ্রমের পর শ্রমিকরা শেভরন প্রতিষ্ঠানকে যতা স্থানে নিয়ে আসে। কিন্তু হঠাৎ করে শ্রমিকদের নৈইরাশ করে চলে যাবে তাহলে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে কি করবে। তাই শ্রমিকদের বিকল্প ব্যবস্থা করারও আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল