বিশিষ্ট ব্যবসায়ী মজম্মিল আলী সানু আর নেই

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

বিশিষ্ট ব্যবসায়ী মজম্মিল আলী সানু আর নেই

গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সম্মানিত পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মো: মজম্মিল আলী সানু ১৭ ডিসেম্বর সকাল ৯ ঘটিকার সময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যু কালে তার বয়েষ ছিলে ৬৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গিয়েছেন।
তাঁর প্রথম নামাজে জানাজা হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে বাদ জুহুর ও ২য় নামাজে জানাজা গ্রামের বাড়ী ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের খাদিমপুর পূর্বপাড়া মাদ্রাসা সংলগ্ন শাহী ঈদগাহে মাঠে বাদ আসর অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা বশির আহমদ, গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, গোল্ডেন টাওয়ার ব্যবস্থাপনা পরিচালক ও উইমেন্স মেডিকেল কলেজের বোর্ড অব ডারেক্টর এমদাদ হোসেন চৌধুরী, পরিচালক আব্দুল হান্নান সহ বিভিন্ন স্থরের ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
তার মৃত্যুতে গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন ও শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল