সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
ডেস্ক রিপোর্ট
বিয়ানীবাজার উপজেলার আসন্ন ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সমর্থনে গতকাল ১৭ জানুয়ারী (রবিবার) রাত ৮ঘটিকায় তাঁর স্থানীয় কাজিরবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ নির্বাচনী মতবিনিময় সভায় তিনি তাঁর নিকট আত্মীয় ও বিগত ইউনিয়ন নির্বাচনে জামাত শিবিরের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা জামাতের দায়িত্বশীল আবুল খয়েরকে নিয়ে একই মঞ্চে বসে চমক সৃষ্টি করেছেন। যা বর্তমানে মুড়িয়া ইউনিয়নসহ বিয়ানীবাজার উপজেলার সর্বত্র নানা আলোচনা- সমালোচনার জন্ম দিয়েছে। সূত্র মতে মুড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সময়ে হুমায়ুন কবির বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। এই সময়ের নির্বাচনে নৌকা প্রত্যাশী হুমায়ুন কবির এর নিজ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে হেরেছিল এবং প্রাপ্ত মাত্র ৮১টি ভোট ছিল। ২০১৬সালে ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হুমায়ুন কবির মনোনয়ন বঞ্চিত হলে তিনি নৌকার বিপক্ষে এবং জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের এর পক্ষে ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা বলেন তিনি জামায়াত নেতা আবুল খায়ের এর সাথে হাত মিলিয়ে নৌকার বিজয়কে বাধাগ্রস্ত করেন, তাঁর নিজ ভোট কেন্দ্রে এ সময়ে নৌকা মাত্র ৯৬টি ভোট পেয়েছিল। তথাপি ২০১৯সালের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বীরমুক্তিযুদ্ধা আতাউর রহমান খান ছিলেন নৌকার প্রার্থী। তখনও ১ও২ নং কেন্দ্রে নৌকার চরম ভরাডুবি হয়। নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল সংগঠনের দায়িত্বশীল নেতা নিয়ে মতবিনিময় সভা তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd