বিয়ে করে রেকর্ড!

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

বিয়ে করে রেকর্ড!

নিউজ ডেস্ক: ব্রাজিলের পাওলো গেব্রিয়েল এবং কেটয়ুসিয়া লাই হোসিনো বেরোস। বিয়ে করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন এই জুটি।

আর তারা যে রেকর্ডটি করেছেন, তা তাদের উচ্চতা নিয়ে।

স্বামী ও স্ত্রীর দুজনের উচ্চতার যোগফল ৭১.৪২ ইঞ্চি। আর এ কারণেই গিনেজ বুকে নাম উঠে গেছে তাদের।

বিয়ের আগে গেব্রিয়েল ও কেটয়ুসিয়া প্রেম করেছেন আট বছর।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল